সততার পুরষ্কার হিসাবে প্রাপ্ত চাকরিজীবনে ৫৩ বার বদলি

২৯ নভেম্বর, আজকের দিনে দাঁড়িয়ে সৎ হওয়ার পুরষ্কার ঠিক কি তা নিয়ে বেশি কিছু বলার হয়ত দরকার নেই। যদিও সত্যিকারের সৎ মানুষের অভাব আজ বরই। কিন্তু যারা এখোনও সকল বাধা পেড়িয়ে সৎ কাজ করে চলেছে তারা তাদের জীবনে কতটা ভালো ফল পাচ্ছে তা সন্দেহের বিষয়। আজকের দিনে দাঁড়িয়ে সৎ মানুষের মূল্য খুবই কম, আর তা হাড়েহাড়ে টের পাচ্ছেন আইএএস অফিসার অশোক খেমকা। তিনি তাঁর চাকরি জীবনে ৫৩ বার বদলি হয়েছেন। ১৯৯১ সালের ব্যাচে অফিসার অশোক-কে  পূর্ববর্তী দফতর থেকে সরিয়ে পুরাত্ব এবং সংগ্রহশালা বিভাগের প্রধান সচিবের পদে বসানো হয়েছে। এর আগে এই বছরের মার্চে তিনি বিজ্ঞান এবং প্রগৈতিহাসিক বিভাগে প্রধান সচিব হিসাবে নিয়োগ হন। তিনি এক টুইটে জানান, তিনি চাকরিজীবনের ২৮ বছরে ৫৩ বার বদলি হয়েছেন।

অফিসার অশোক যেখানেই বদলি হয়ে গেছেন সেখানেই কোন না কোনও দুর্নীতির ফাঁশ হয়েছে, আর তার পুরষ্কার হিসাবে তিনি পেয়েছেন বদলি। হরিয়ানার মুখ্যমন্ত্রী ভু্পিন্দর সিং হুডার শানকালেও বেশ কিছু দুর্নীতির ঘটনা সামনে এনেছিলেন। সনিয়া গান্ধীর জামাই রবার্ট ভাদরার জমি লেনদেনের তদন্তে অশোকের নাম শিরনামে উঠে আসে। ৫৩ বছর পরও তাঁর এই বদলির প্রথা চলবে কিনা তা নিয়ে সন্দেহে তিনি।