নিজস্ব সংবাদদাতা ২২ মার্চ ২০২১: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই মুম্বাইয়ের অধিকাংশ তারকা এই ভাইরাসের কবলে পড়েছেন। সেই তালিকায় রয়েছেন রনবীর কাপুর ,আশীষ বিদ্যার্থী, গৌহর খান প্রমুখরা।
এবার একইভাবে করণে আক্রান্ত হবে হাসপাতালে ভর্তি হলেন কার্তিক আরিয়ান। ইনস্টাগ্রামে সে খবরটি পোস্ট করে নিজেই অনুরাগীদের কাছে শুভকামনা চেয়েছেন তিনি।একইভাবে করণা আক্রান্ত হয়েছেন বর্ষিয়ান বলিউড অভিনেতা সতীশ কৌশিক তিনি টুইটারে লিখেছেন তিনি করণা পজিটিভ যারা যারা তার কাছাকাছি এসে ছিলেন তারাও যেন একবার করো না পরীক্ষা করিয়ে নেয়।