নিজস্ব সংবাদদাতা ৭ এপ্রিল ২০২১উত্তর ২৪পরগণা: চলতি বিধানসভা নির্বাচন ২০২১ এর প্রথম বিজেপির প্রার্থী রাজেন্দ্র সাহার প্রচার শুরু হলো হাড়োয়া বিধানসভা রাজারহাট থানার কামদুনি গ্রামে। শাসক দল তৃণমূল অধ্যুষিত এই অঞ্চল।
সেখানেই বুধবার প্রচার করলেন বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা। গোটা এলাকায় কোথাও শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন বিরোধীদের কোন দেয়াল লিখন পতাকা নেই এতটাই রাজনৈতিক উপদ্রুত অঞ্চল এই খড়িবাড়ি কামদুনির এলাকা। বিজেপির প্রচার কে ঘিরে তৎপর পুলিশ। শাসন লাগোয়া এই খড়িবাড়ি অঞ্চল একসময় সিপিএমের দখলে ছিল ১১সালে পরিবর্তনের পর তা তৃণমূলের অধীনে যায়। মূলত ভেরি এবং চাষাবাদের ওপর এই অঞ্চলের মানুষের রুটিরুজি।তবে ভেরি বলুন আর কৃষিজমি সবটাই খাস জমি হিসাবে পরিচিত। যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন সেই রাজনৈতিক দলের হোমরা চোমরাদের দখলে থাকে এই ভেরি মালিকানা এবং মুনাফা দুই। সাধারণ মানুষ এবং ভোটার এখানে ন্যায্য বিচার পান না। রাজেন্দ্র সাহার প্রচার হাতিয়ার করে এগোতে চাইছেন শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।