বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে প্রতিবাদের ভাষা চড়ছে এপার বাংলায়

অত্যাচার

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে প্রতিবাদের ভাষা চড়ছে এপার বাংলায় । বাংলাদেশে  হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে এবার সরব হলেন সাংসদ  ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শুক্রবার একটি চিঠিতে বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া অত্যাচার ও মা দুর্গার মূর্তি ভাঙা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিস্তারিত  জানান শান্তনু৷ একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘু সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন৷

 

শুক্রবার ফেসবুক পোস্টে শান্তনু ঠাকুর  প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির ছবি শেয়ার করে লেখেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া হিন্দুদের দূর্গা প্রতিমা এবং প্যান্ডেল ভাঙা সহ, মৌলবাদীদের দ্বারা যে ধর্মীয় হিংসা হয়েছে, এই বিষয়টি চিঠি মারফত আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী মোদীজীকে জানিয়েছি। এই দুঃসময়ে সকলে ঐক্যবদ্ধ থাকুন। পোস্টের সঙ্গে সেভ বেঙ্গলি-হিন্দু হ্যাসট্যাগও ব্যবহার করেছেন শান্তনু।

 

উল্লেখ্য, বাংলাদেশের কুমিল্লায় একটি পুজো মন্ডবে দুর্গা ঠাকুরের মন্ডবে কোরান শরিফ রাখাকে কেন্দ্র করে মুলত উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে শান্তনু বাংলাদেশের হিন্দুদের দুরবস্থার কথা তুলে ধরে লিখেছেন, ৫০০র বেশি  ধর্মীয় মৌলবাদীরা মিলে বাংলাদেশের একাধিক জায়গাতে দুর্গা প্রতিমাী ভাঙচুর করছে, চারজন হিন্দু মারা গিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দুের মধ্যেহিংসা ও ভয় ছড়ানো হচ্ছে৷

 

আর ও পড়ুন    দশমীতেই বৈশাখীর সিথি সিঁদুরে রাঙিয়ে দিলেন শোভন

 

অন্যদিকে,  বাংলাদেশে হিন্দুদের উপর হওয়ার অত্যাচার ও মূর্তি ভাঙা নিয়ে টুইটারে সরব হয়েছেন বাংলা সিনেমার বিখ্যাত পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ও৷  শ্রীজিৎ তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, এই বর্বরোচিত কাজের ভীষণ শক্তভাবে বিরোধিতা করি৷

 

বাংলাদেশে মা দুর্গার মূর্তি আক্রাত হওয়ার ছবি শেয়ার করে সুজন চক্রবর্তী লিখেছেন, বাংলাদেশের নানা স্থানে,শারদোৎসবের প্রাঙ্গণে যেভাবে ভাঙ্গচুর হয়েছে,তা নিন্দার কোনো ভাষা নেই। এই বর্বরতার বিরুদ্ধে সাথে সাথে পথে নেমেছে সেখানকার বামপন্থীরা এবং প্রগতিশীল শক্তি। ভারত-বাংলাদেশ যেখানেই হোক,দাঙ্গাকারীর কোন জাত-ধর্ম নেই। সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতেই হবে।