অনলাইনে শপিং করছে এখন বাঁদরও

১৫ নভেম্বর, ডিজিটাল যুগে আজ আমরা নিত্য প্রয়োজনীয় সকল জিনিস হাতের মুঠোয় পেয়ে থাকি। প্রয়োজনে আমাদের এখন আর বাইরে যেতে হয়না, ঘরে বসেই সেরে নিই বাজারের কাজ। কিন্তু এবার ঘটল এক আজব ঘটনা। মানুষ স্মার্ট হয়েই চলছে, কিন্তু জানোয়ারও! হ্যাঁ, চিনের চ্যাঙঝাউ শহরে ঘটল এমনই এক ঘটনা। পালিকার মোবাইল ব্যবহার করে অনলাইনে মুদির দোকানে জিনিস অর্ডার দিচ্ছে এক ‘বাঁদর‘।

ভাবছেন ভুয়ো খবর। না, সিসিটিভি ফুটেছে তা স্পষ্ট দেখা গেছে পালিকার মোবাইলে অর্ডার দিচ্ছে এক বাঁদর। পালিকা মেঙমেঙ, যা দেখে নিজেও হতবাক। যদিও তাঁর কোনও টাকা নষ্ট করেনি বাঁদরটি। ঘরের প্রয়োজনীয় জিনিষ-ই সে অর্ডার দিয়েছিল সে, যা ফুরিয়ে গেছিল। সোশাল মিডিয়ায় ভিডিওটি আপলোড হতেই, খুব দ্রুত বেড়েছে তার কমেন্ট, লাইক ও শেয়ার। মেঙমেঙ সংবাদমাধ্যমকে জানান, পালিকাকে দেখেই তাঁর পোষ্য এই কৌশল শিখেছে। চিনের এই ঘটনাটি নিয়ে রীতিমত আলোচনায় মেতেছে সকলেই।