অবশেষে গ্রেফতার হল করোনা ভাইরাস আবিষ্কারক অধ্যাপক চার্লচ লিবার

১৪ এপ্রিল, চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়েছে এই করোনা ভাইরাস, যা প্রাণ কেড়েছে বহু মানুষের।অনেকেই মনে করেছেন এটা চীনের পূর্ব পরিকল্পিত প্ল্যান।অবশেষে করোনা ভাইরাস আবিষ্কারক বোস্টন বিশ্ববিদ্যালয় অধ্যাপক চার্লচ লিবারকে গ্রেফতার করল এফবিআই।মনে করা হচ্ছে করোনা ভাইরাসটি আবিস্কারের পিছনে তার বড়সড় ভূমিকা রয়েছে।

জানা গিয়েছে, চার্লচ লিবার নিজে স্বীকার করছেন, উওহানের চাইনিজ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ল্যাবের সাথে সম্পর্কিত ছিলেন এবং চীন তাকে মাসিক ভাতা ও থাকা খাওয়ার জন্য প্রচুর অর্থ প্রদান করত।উল্লেখ্য, আধ্যাপক চার্লচ লিবার একজন আমেরিকান রসায়নবিদ এবং ন্যানোসায়েন্স এবং ন্যানো টেকনোলজির বিশেষজ্ঞ।

করোনার ভাইরাসটি মূলত বায়ো অ্যাটাকের পরিকল্পনার জন্য আবিস্কার করা হয়েছিল।কিন্তু কিভাবে এটি এরূপ ভয়াবহ পরিস্থিতির রূপ নিল তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে মানুষের মনে।ইতিমধ্যে আধ্যাপক চার্লচ লিবারকে এই বিষয়ে বিস্তারিত জানতে এফবিআই এর দল জিজ্ঞাসাবাদ করছেন।