আইটি কর্মীদের ঘর থেকে আংশি দিয়ে মোবাইল ল্যাপটপ চুরি

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- গভীর রাতে আইটি কর্মীদের ঘর থেকে আংশি দিয়ে মোবাইল ল্যাপটপ চুরি। ঘটনায় সুব্রত মন্ডল নামে একজনকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। উদ্ধার ল্যাপটপ ও মোবাইল। সূত্রের খবর গত ৩ সেপ্টেম্বর নিউটাউনের রামকৃষ্ণ পল্লীর একটি বাড়ির জানলা ভেঙে চুরি যায় দুটি মোবাইল ফোন সহ বেশকিছু মূল্যবান জিনিস। নিউটাউন থানায় চুরির অভিযোগ করা হয়। চুরির তদন্তে নামে নিউটাউন থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল রাতে নিউটাউনের যাত্রাগাছি খালপাড় থেকে এক যুবককে গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে ধৃত। ধৃত যুবক জানায় আইটি কর্মীদের সে নজরে রাখতো মূলত কার কাছে দামি মোবাইল রয়েছে এরপর সে তাদের পিছু করে সে কোথায় থাকছে সেটা দেখে নিত। কখন কাজে যায় আর কখন বাড়ি ফেরে সময় সুযোগ বুঝে গভীর রাতে বাড়ির জানালা দিয়ে আংশি দিয়ে মোবাইল বা ল্যাপটপ চুরি করে চম্পট দিত। ধৃতের নাম সুব্রত মন্ডল ওরফে খুচে। বাড়ি নিউটাউনের যাত্রাগাছি আর আর সাইট এলাকায় । ধৃতের বাড়ি থেকে চুরি যাওয়া ৪ টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।