যুবক-যুবতীরা মানসিকভাবে ব্যাপকভাবে আক্রান্ত! কারণ কী?

আক্রান্ত

যুবক-যুবতীরা মানসিকভাবে ব্যাপকভাবে আক্রান্ত! কারণ কী?  করোনা ভাইরাস যেভাবে তাণ্ডব দেখিয়েছে তার প্রভাবে দেশের বহু  শিশু ও তাদের পরিবারকে মানসিক দিক থেকে মারাত্মকভাবে বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ভারতের যুব সমাজ অর্থাৎ ১৫ থেকে ২৪ বছরের যুবক-যুবতীরা মানসিকভাবে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। এমনই রিপোর্ট পেশ করল ইউনিসেফ।

 

জানা গিয়েছে, ভারতে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে প্রায় ১৪ শতাংশ বা ৭ জনের মধ্যে ১ জন প্রায়ই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এই পরিস্থিতিতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মঙ্গলবার ইউনিসেফের এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন।

 

তিনি জানান,  ‘আমাদের সনাতন সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায় মানসিক স্বাস্থ্য ব্যাপকভাবে আলোচিত হয়। মন এবং শরীরের বিকাশ আমাদের গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে। একটি সুস্থ মন একটি সুস্থ দেহে বাস করে। আমরা খুবই খুশি ইউনিসেফ শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটি  প্রতিবেদন প্রকাশ করেছে।’

 

আর ও  পড়ুন    সব শুটিং বন্ধ রাখলেন শাহরুখ খান, কেন?

 

তিনি বলেন, ‘যেহেতু আমাদের সমাজে যৌথ পরিবার এখন প্রায় কমেই গিয়েছে। পরিবর্তে আলাদা আলাদা থাকা হয়। শিশুরা খেলার জন্য বা কথা বলার জন্য বেশি মানুষ পায় না। আজ বাবা-মা তাঁদের সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। তাই শিশুরা হতাশার কথাও সেভাবে বলতে পারছে না। ফলে বাড়ছে মানসিক হতাশা।

 

তিনি বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য জন্য শিশুদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ করা প্রয়োজন। এর জন্য বিদ্যালয়ে শিক্ষকদের উন্নত মানসিক স্বাস্থ্যের ব্যবস্থাও করতে হবে। কারণ, শিশুরা তাদের শিক্ষকদের সবচেয়ে বেশি বিশ্বাস করে। মন খুলে কথা বলতে পারে।

 

উল্লেখ্য, করোনা ভাইরাস যেভাবে তাণ্ডব দেখিয়েছে তার প্রভাবে দেশের বহু  শিশু ও তাদের পরিবারকে মানসিক দিক থেকে মারাত্মকভাবে বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ভারতের যুব সমাজ অর্থাৎ ১৫ থেকে ২৪ বছরের যুবক-যুবতীরা মানসিকভাবে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। এমনই রিপোর্ট পেশ করল ইউনিসেফ। জানা গিয়েছে, ভারতে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে প্রায় ১৪ শতাংশ বা ৭ জনের মধ্যে ১ জন প্রায়ই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এই পরিস্থিতিতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মঙ্গলবার ইউনিসেফের এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন।  তিনি জানান,  ‘আমাদের সনাতন সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায় মানসিক স্বাস্থ্য ব্যাপকভাবে আলোচিত হয়। মন এবং শরীরের বিকাশ আমাদের গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে। একটি সুস্থ মন একটি সুস্থ দেহে বাস করে। আমরা খুবই খুশি ইউনিসেফ শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটি  প্রতিবেদন প্রকাশ করেছে।’