আখানযাত্রা উপলক্ষ্যে পুরুলিয়ার সিলফর পাহাড়ে পুজো দিতে ভক্তদের ভীড়

আখানযাত্রা

আখানযাত্রা উপলক্ষ্যে পুরুলিয়ার সিলফর পাহাড়ে পুজো দিতে ভক্তদের ভীড়। আখানযাত্রা উপলক্ষ্যে পুরুলিয়ার  ঝালদা সিলফর পাহাড়ে পুজো দিতে ভক্তদের ভীড় নামলো। আজ ১৫ ই জানুয়ারী বাংলা ১লা মাঘ কৃষি বর্ষের প্রথম দিন ঝালদা সিলফর পাহাড়ে আখানযাত্রা উপলক্ষ্যে শিলারূপে শিবের পুজো হয় এখানে। তাই এদিন পুজোদিতে ভক্তদের জমলো ভিড় পাহাড়ে।

 

এবিষয়ে ভক্ত কমলা সিং ও লাইয়া সুরেশ সিং জানান এমনি নিত্য পূজা হলেও এই আখানযাত্রার দিন সাড়ম্বরে হয় পুজো এই পুজো বহু প্রাচীন ও খুব জাগ্রত অনেক মানত রাখে ও মানত পুরো হলে মানত রূপে ছাগ বলি দেন | তাই ঝালদা শহর ছাড়াও আশপাশের গ্রামের ভক্তরাও এদিন পুজো দিতে আসেন এখানে।

 

এই পুজোতে  কোনো ঠাকুর লাগেনা।   প্রতি বৎসরের মতো এবৎসরও ভক্তরা আখানযাত্রার দিন পুজো দিলেন ভক্তরা। নিজেদের  পরিবার তথা দেশের মঙ্গল কামনায় এদিন অনেকেই পুজো দিলেন।

 

আর ও  পড়ুন  পিছিয়ে গেল রাজ্যে পুরভোট, ২২ জানুয়ারি নয়, হবে ১২ ফেব্রুয়ারি

 

উল্লেখ্য, আখানযাত্রা উপলক্ষ্যে পুরুলিয়ার  ঝালদা সিলফর পাহাড়ে পুজো দিতে ভক্তদের ভীড় নামলো। আজ ১৫ ই জানুয়ারী বাংলা ১লা মাঘ কৃষি বর্ষের প্রথম দিন ঝালদা সিলফর পাহাড়ে আখানযাত্রা উপলক্ষ্যে শিলারূপে শিবের পুজো হয় এখানে। তাই এদিন পুজোদিতে ভক্তদের জমলো ভিড় পাহাড়ে। এবিষয়ে ভক্ত কমলা সিং ও লাইয়া সুরেশ সিং জানান এমনি নিত্য পূজা হলেও এই আখানযাত্রার দিন সাড়ম্বরে হয় পুজো এই পুজো বহু প্রাচীন ও খুব জাগ্রত অনেক মানত রাখে ও মানত পুরো হলে মানত রূপে ছাগ বলি দেন।

 

তাই ঝালদা শহর ছাড়াও আশপাশের গ্রামের ভক্তরাও এদিন পুজো দিতে আসেন এখানে। এই পুজোতে  কোনো ঠাকুর লাগেনা।   প্রতি বৎসরের মতো এবৎসরও ভক্তরা আখানযাত্রার দিন পুজো দিলেন ভক্তরা। নিজেদের  পরিবার তথা দেশের মঙ্গল কামনায় এদিন অনেকেই পুজো দিলেন।