আগামী সপ্তাহে মানবদেহে প্রয়োগ করা হবে করোনাভাইরাসের প্রতিরোধী টিকা, স্বস্তির নিঃশ্বাস ফেলার অপেক্ষায়

১৭ এপ্রিল, গোটা দেশ আজ ভয়ঙ্কর পরিস্থিতির মুখে।করোনার জেরে প্রাণ হারিয়েছে বহু মানুষ।এই ভয়াবহ মারণরোগের টিকা আবিষ্কারের যুদ্ধে নেমেছে গবেষকগণ।শেষমেশ অনবরত প্রয়াসের দ্বারা আগামী সপ্তাহে ব্রিটেনে করোনাভাইরাসের প্রতিরোধী টিকা মানুষের উপর যাচাই করা শুরু হবে বলে জানা গিয়েছে।ইতিমধ্যে নানান প্রাণীর উপর কোভিড-১৯ টিকা প্রয়োগ করা হয়েছে।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান অধ্যাপক অ্যাড্রিয়ান হিল প্রথম সারির ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ডেইলি মেল’-কে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ১৮–৫৫ বছর বয়সী ৫১০ জন স্বেচ্ছাসেবী আগামী সপ্তাহে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে সম্মত হয়েছেন। এই অ্যান্টিবডিইটিকাহিসেবে মানুষের শরীরে দিলে সার্স কোভ– ২ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল নিশ্চিত। ইতিমধ্যে প্রাণীদেহে এই টিকা ব্যবহার করে উল্লেখযোগ্য ভাল ফল পাওয়া গিয়েছে। এবার মানবদেহে এর ফল পজেটিভ এলে স্বস্তির নিশ্বাস ফেলা যাবে।এই ভ্যাকসিন-এর সাহায্যে লক্ষ লক্ষ মানুষ এই করোনাভাইরাস থেকে মুক্তি পাবে।