আবারও লকডাউন জারি করা হল ইউরোপের দুটি শহরে

নিউজ ডেস্ক, ২৯ অক্টোবর,২০২০: করোনার থাবা আবারও বসিয়েছে ইউরোপের দুটি শহরে। তাই আবারো লকডাউনের পথে হেঁটেছে জার্মানি ও ফ্রান্স। বুধবার জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল জানিয়েছেন, আগামী ২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে জার্মানি জুড়ে। বন্ধ থাকবে সমস্ত দোকান ও রেস্তোরাঁ।এছাড়াও বন্ধ থাকবে সিনেমা হল,থিয়েটার, কনসার্ট, খেলার মাঠ,বানিজ্য প্রদর্শনীতে। অন্যদিকে, প্রতিদিন প্রায় ৩৬ হাজার করে ফ্রান্সে সংক্রমণ হওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন কার্ফু জারি করেছেন সেক্যানে। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, অন্যান্য প্রতিবেশী দেশের মতোন সেখানেও করোনা ভাইরাসের ঢেউ আছড়ে পড়ছে। তাই আবার নতুন করে লকডাউন জারি করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।