আবারো দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে পোস্টার ও ফ্লেক্স

হাওড়া:- শনিবার সকালে ডোমজুড় বিধানসভার অন্তর্গত বাঁকড়া বাজার অঞ্চলে রাজীব বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে একাধিক পোস্টার ও ফ্লেক্স আবারো দেখা গেল । যেখানে লিখা রয়েছে বাংলার মীরজাফর গাদ্দার বেইমানদের কোন ঠাই নেই, মমতা ব্যানার্জির সাথে যারা বেইমানি করেছে ডোমজুড় বাসীর কাছে তাদের কোন জায়গা নেই । এবং একই সঙ্গে ওই পোস্টার এর মাধ্যমে দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির কাছে আবেদন সেচ দপ্তরে দুর্নীতির অবিলম্বে তদন্ত করা হোক ।

গত 8 তারিখ রাজীব বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে একটি পোস্ট করায় নতুন করে জল্পনা শুরু হয় তার দলে ফেরার । তারপর গতকাল মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসের ঘরবাপসির পরে ডোমজুড়ের সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা মনে করছেন তাহলে এবার কি রাজীব বন্দ্যোপাধ্যায় ঘরে ফেরার পালা । নির্বাচনের আগে তিনি যেভাবে দলকে সমস্যায় ফেলে বিজেপিতে চলে গিয়েছিলেন তাতে কোনো ভাবেই তাকে আর ফেরানো যাবে না । সেই আবেদন করছেন ডোমজুড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।