আমফানে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের বিক্ষোভ প্রদর্শন গোসাবায় 

নিজস্ব সংবাদদাতা ৫ ফেব্রুয়ারি ২০২১ দক্ষিণ ২৪পরগণা: বাঁধের ওপর দাঁড়িয়েই আমফানে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বিক্ষোভ দেখালেন গোসাবায় । আমফানের তান্ডবে বিধ্বস্ত হয়েছিলো গোসাবা ব্লকের রাঙাবেলিয়া এলাকা ।

সেই বাঁধ দ্রুততার সঙ্গে সংস্কার করে রাজ্য সেচ দফতর । যদিও বাঁধ নির্মাণের সময় অনেকের জমি চলে যায় বাঁধের মধ্যে । আমফানের তাণ্ডবেও নদীগর্ভে চলে গিয়েছিলো বেশ কয়েকজনের জমি । সেই জমির ক্ষতিপূরণের দাবি প্রায় ৬০ জন জমির মালিক বাঁধের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। আমফানের তান্ডবে রাঙ্গাবেলিয়ার বিদ্যা নদীর প্রায় দেড় হাজার মিটার বাঁধ ভেঙে নোনা জল ঢুকে যায় লোকালয়ে ।এমনকি অনেকের চাষের জমি চলে নদীর গর্ভে।ফলে অসহায় হয়ে পড়ে জমির মালিকরা। ক্ষতিগ্রস্তরা বার বার ছুটে যান বিভাগীয় দফতরে । কিন্তু কাজ কিছুই হয়নি। ফলে আমফানে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ঐক্যবদ্ধ হয়ে জমির ক্ষতিপূরণের দাবিতে বৃহষ্পতিবার বিকেল থেকে গোসাবা ব্লকের রাঙাবেলিয়ায় মিছিল করেছেন । এ নিয়ে গণ আন্দোলন শুরুর কথাও জানিয়েছেন । গোসাবার বিডিও সৌরভ মিত্র জানান , বিষয়টি নজরে এসেছে। পূর্ণ তদন্ত করে ঊধর্তন কতৃপক্ষকে জানানো হবে।

আরও পড়ুন….দুমাসের পুত্র সন্তানকে বিক্রির উদ্দেশ্যে উধাও বাবা, পুলিশের দ্বারস্থ মা