আলুর দামে লাগাম টানতে তমলুকের বড় বাজারে অভিযান।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর :- বর্তমান আর্থিক সঙ্কটের সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে চলছে ক্রমাগত। তারি মাঝে খাদ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সবজি হিসাবী আলুর ব্যবহার অপরিসীম, এই পরিস্থিতিতে আলুর দাম বেড়ে যাওয়ায় কার্যত সমস্যার মধ্যে সাধারণ মানুষ।এবার আলুর দামে লাগাম টানতে পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের বড় বাজারে অভিযান চালালো তমলুকের মহকুমা শাসক কৌশিকব্রত দে। নিবার কৃষি বিপনন দপ্তর, তমলুক থানার পুলিশ তমলুক মহাকুমার শাসকের নেতৃত্বে অভিযান চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অন্যান্য জেলার তুলনায় পূর্ব মেদিনীপুর জেলা আলুর দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। খোলা বাজারে জ্যোতি আলুর দাম কোথাও ৩২ কোথাও ৩৩ টাকা, প্রশাসনের নির্দেশ ৩০ টাকার বেশি আলু বিক্রি করা যাবে না। তমলুক শহরের বাজার ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন আলুর গোডাউনে প্রশাসন অভিযান চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। বিভিন্ন ব্যবসার সঙ্গে এদিন কথোপকথন করেন মহকুমা শাসক, এমনকি বাজারে সবজি কিনতে আসা বিভিন্ন মানুষ জনের সঙ্গেও কথা বলেন তিনি, তবে প্রশাসনের এই নজর দারিতে আগামী দিনে কি আলুর দাম কমবে তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে সাধারণ মানুষ।