ইন্দো বাংলা বর্ডার পরিদর্শনে গিয়ে কাঁটাতার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্যে দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা ২০ জানুয়ারি ২০২১ জলপাইগুড়ি:  বামফ্রন্টের সময় হয়েছে তৃনমূলও তাই করছে, ভোট ব্যাঙ্ক তৈরী করার জন্য বাংলাদেশ থেকে প্রচুর লোক পশ্চিমবঙ্গে আসছে যা রাজ্য ও দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক ফুলবাড়ী বর্ডার পরিদর্শন করে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার সকালে দলীয় কর্মীদের নিয়ে ফুলবাড়ি ইন্দো বাংলা বর্ডার পরিদর্শনে যান দিলীপ ঘোষ সেখানে বিএসএফের সাথে দীর্ঘক্ষন সৌজন্য মূলক সাক্ষাৎকার করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের সরকার বর্ডার এলাকায় অনেক জায়গায় কাটাতার লাগাতে না দেওয়ার করান হল বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী তৃনমূলের হয়ে ভোট দিতে আসে,এছাড়া রোহিঙ্গারাও রয়েছে।তাই কাটাতার লাগালে ভোট কমে যাবে।বিজেপির সরকার আসলে যে জায়গায় কাঁটাতার লাগানো নেই সেখানে তার লাগানো হবে।

আরও পড়ুন….“পাড়ায় সমাধান” প্রকল্পে আবেদন করে মিলল টিউবওয়েল