ইরফানের শোকের মধ্যেই চলে গেলেন বলিউডের আরেক নক্ষত্র

৩০ এপ্রিল, এক শোকের মধ্যেই এল আরেক শোক সংবাদ।ইরফানের পর চলে গেলেন বলিউডের আরেক নক্ষত্র। প্রয়াত হলেন বলিউডের এভারগ্রিন সুপারস্টার ঋষি কাপুর। বৃহস্পতিবার সকালেই ঋষি কাপুরের মৃত্যু সংবাদ নেট দুনিয়ায় জানালেন অমিতাভ বচ্চন, লিখলেন ” সে চলে গেল, ঋষি কাপুর। প্রয়াত হয়েছেন, আমি হতবাক।দীর্ঘদিন ধরে ক্যানসারে অসুস্থ থাকার পর গতকালই তিনি ভর্তি হন মুম্বইয়ের হাসপাতালে। ৬৭ বছর বয়সে বলিউডের প্রিয় ‘ববি’ বলিউড ছেড়ে চলে গেলেন।

বুধবার ঋষি কাপুরের দাদা রণধীর কাপুর জানান, ‘ওর শরীর ভালো নেই’। রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।এদিন সকালেই তাঁর প্রয়াণ বার্তা এলো।বৃহস্পতিবার সকাল পৌঁনে ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি৷ প্রায় দু’বছর ধরে লিউকোমিয়ায় ভুগছিলেন ঋষি কাপুর৷ চিকিৎসকরা জানিয়েছেন, ‘মৃত্যুর আগে পর্যন্ত গোটা হাসপাতালের মানুষজনকে এন্টারটেন করে গিয়েছেন৷ তিনি এরকমই মানুষ ছিলেন, হাসতে ভালবাসতেন, হাসাতে ভালবাসতেন৷গোটা পৃথিবী যেন তাঁর এই হাসি মুখটাই মনে করে থাকে৷ তাঁর চলে যাওয়া সত্যিই বড় ক্ষতি৷ তবে তিনি যা দিয়ে গিয়েছেন, তা অসীম৷’

১৯৭০ সালে রাজ কাপুর অভিনীত মেরা নাম জোকার ছবিতে রাজ কাপুরের ছেলেবেলার চরিত্রে অভিনয় করেন ঋষি কাপুর। হিরো হিসাবে ঋষি কাপুরের পথচলা শুরু ১৯৭৩ সালে মুক্তি প্রাপ্ত ছবি ববির সঙ্গে। সত্তর ও আশির যুগে লায়লা মজনু, কর্জ, প্রেমরোগ, নাগিনা, চাঁদনি, হীনা, বোল রাধে বোল, অমর আকবর, অ্যান্টনি, কভি কভি’র মতো অজস্র হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন মিষ্টি হাসির এই হিরো। নতুন শতাব্দীতেও থেমে থাকেনি তাঁর অভিনয় কেরিয়ার। ফনহা, নমস্তে লন্ডন, লাভ আজ কাল, অগ্নিপথের মতো ছবিতে অভিনয়ের ছাপ রেখেছেন চিন্টুজি। বক্স অফিসে তাঁর শেষ ছবি ছিল ‘১০২ নট আউট’।

পিটিআই সংবাদ সংস্থার থেকে পাওয়া খবর অনুযায়ী, দিল্লির পুলিশ-প্রশাসন রিদ্ধিমাকে দিল্লি থেকে মুম্বইয়ে যাওয়ার ছাড়পত্র দিয়েছেন৷ দিল্লি থেকে মুম্বইয়ে গাড়ি করেই আসছেন রিদ্ধিমা৷ তবে শুধু রিদ্ধিমা নয়, গাড়িতে ঋষি কন্যার সঙ্গে রয়েছেন পরিবারের আরও ৪ জন ৷