ভয়াবহ চুরির ঘটনা ঘটলো ইসলামপুর সরকারি আবাসনে

ভয়াবহ

ভয়াবহ চুরির ঘটনা ঘটলো ইসলামপুর সরকারি আবাসনে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার সরকারি আবাসনের পাঁচটি ফ্ল্যাটে চুরি হয়েছে। ফ্ল্যাট এর বাসিন্দা জানান তাদের ফ্ল্যাটের দরজা গুলো বাইরে থেকে হেজবলঃ বাইরে থেকে ছিটকানি দেওয়া ছিল সকালবেলা উঠে তারা ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে পারছিল না।

 

তারপর একে অপরের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকের দরজার ছিটকিনি খোলা হয়। খবর দেওয়া হয় ইসলামপুর থানায় পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এই চুরির ঘটনায় যথেষ্ট ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে আবাসিকদের মনে। তাদের দাবী তাদের আবাসনে যাতে নৈশ্য প্রহরীর ব্যবস্থা করা হয় সেই কথা কর্তৃপক্ষকে তারা জানাবেন।

 

ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে কর্মরত এক পুলিশ আবাসিকের ঘরেও গতকাল রাতে চুরি হয়েছে তার সোনাদানা ও টাকা খোয়া গিয়েছে। তিনি জানান তার বাড়িতে কেউ ছিল না এবং তিনি রামগঞ্জে কর্মরত।তাকে ফোন করে জানানো হয় এবং তিনি এসে দেখেন তার বাড়ির জিনিসপত্র লন্ডভন্ডো তার একটি শোকেস আলমারি ভেঙ্গে টাকা-পয়সা সোনাদানা নিয়ে গিয়েছে।

 

আর ও পড়ুন    নওসাদের পাড়ায় আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ

 

আবাসিকদের এখন একটাই দাবি তাদের নৈশপ্রহরীর ব্যবস্থা করতে হবে। এক চিকিৎসক আবাসিক তিনি জানান এখানে নৈশপ্রহরীর জন্য একটি সেঢ করা রয়েছে তবুও প্রহরার ব্যবস্থা নেই। কালকের এই ভয়াবহ চুরি আবাসিকদের মনে যথেষ্টই ভয়ের সৃষ্টি হয়েছে। নৈশ প্রহরীর ব্যবস্থা করা হোক।

 

উল্লেখ্য, ভয়াবহ চুরির ঘটনা ঘটলো ইসলামপুর সরকারি আবাসনে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার সরকারি আবাসনের পাঁচটি ফ্ল্যাটে চুরি হয়েছে। ফ্ল্যাট এর বাসিন্দা জানান তাদের ফ্ল্যাটের দরজা গুলো বাইরে থেকে হেজবলঃ বাইরে থেকে ছিটকানি দেওয়া ছিল সকালবেলা উঠে তারা ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে পারছিল না। তারপর একে অপরের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকের দরজার ছিটকিনি খোলা হয়। খবর দেওয়া হয় ইসলামপুর থানায় পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

 

এই চুরির ঘটনায় যথেষ্ট ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে আবাসিকদের মনে। তাদের দাবী তাদের আবাসনে যাতে নৈশ্য প্রহরীর ব্যবস্থা করা হয় সেই কথা কর্তৃপক্ষকে তারা জানাবেন। ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে কর্মরত এক পুলিশ আবাসিকের ঘরেও গতকাল রাতে চুরি হয়েছে তার সোনাদানা ও টাকা খোয়া গিয়েছে। তিনি জানান তার বাড়িতে কেউ ছিল না এবং তিনি রামগঞ্জে কর্মরত।তাকে ফোন করে জানানো হয় এবং তিনি এসে দেখেন তার বাড়ির জিনিসপত্র লন্ডভন্ডো তার একটি শোকেস আলমারি ভেঙ্গে টাকা-পয়সা সোনাদানা নিয়ে গিয়েছে।