ঋষভের মৃত্যুতে শোকস্তব্ধ শ্রীরামপুর, বন্ধ ঘরে ঋষভের মা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২২ ফেব্রুয়ারি, শুক্রবার রাত থেকেই ধীরে ধীরে অবনতি হচ্ছিল ঋষভের শারীরিক পরিস্থিতি। এদিন সকাল থেকেই খোলা হয়নি শ্রীরামপুরের একটি দোকানপাটও। শনিবার দুপুর ১২ টা নাগাদ ঋষভের নিথর দেহ পৌঁছায় বাড়িতে। স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল আর আজ তার মৃতদেহ ফিরল ঘরে, আশা করেনি কেউই।ভেবেছিল কিছু ভাবেই হোক ফিরিয়ে আনবে ছেলেকে।তা না পেরে নিজেকে ঘরে বন্ধ করেদিলেন মা। আর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ল পরিজন সহ সকল প্রতিবেশী। শনিবার ঋষভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পোলবায় তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছিল গোটা এলাকার মানুষ। কেউ কিছুতেই মেনে নিতে পারছিলেন না ছেলেটার এভাবে চলে যাওয়া।

রাতেই চিকিৎসকরা জানিয়েছিলেন, একের পর এক গুরুত্বপূর্ণ অঙ্গে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ায় ক্রমেই অবস্থার অবনতি হচ্ছে ঋষভের৷শনিবার ভোররাতে চিকিৎসকদের সবরকম চেষ্টা ব্যর্থ হল, লড়াই শেষ করল ঋষভ। ভোর ৫টার সময় ঋষভকে মৃত বল ঘোষণা করেন এসএসকেম-এর চিকিৎসকরা৷ঋষভকে বাঁচাতে শেষ চেষ্টা করেন চিকিৎসকরা৷ ডায়ালিসিস করার ভাবনাও শুরু করেন তাঁরা৷ ঋষভকে দেওয়া হয় ৩৬ ইউনিট রক্ত ও প্লাজমা৷ কিন্তু শেষরক্ষা হল না৷ ভোরবেলায় চিকিৎসকদের আশঙ্কাই সত্যি হয়৷ মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে শেষমেশ হেরে গেল খুদে ঋষভ।