একই দিনে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- একই দিনে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এদিকে উত্তর দিনাজপুর জেলায় নতুন করে ২৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়াল। উদ্বেগে জেলা স্বাস্থ্য দপ্তর। লকডাউনের দিন বাদে জেলায় সর্বত্র মানুষের ভীড় ও জন সমাগম প্রশাসনের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। জেলায় সবকটি রাজনৈতিক দলের সভা সমাবেশও সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ঘটাচ্ছে বলে বিশেষজ্ঞ মহলের ধারনা। এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৬৬১ জন রোগী। কোভিড হাসপাতাল ও কোভিড সেফ হোমে রয়েছেন ৩৬১ জন আক্রান্ত রোগী।