একসাথে ১৮টি হাতির মৃতদেহ,মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা।

নিজস্ব প্রতিবেদন আসাম ১৩ই মে ২০২১ :- একটা দুটো নয়, ১৮টি হাতির মৃতদেহ মিলল অসমের নওগাঁ জেলার এক পার্বত্য এলাকায়।

বৃহস্পতিবার ওই সব হাতির মৃতদেহের সন্ধান পান বনকর্মীরা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বজ্রপাতেই মৃত্যু হয়েছে ওইসব হাতির। বুধবার কুন্ডলি রিজার্ভ ফরেস্ট এলাকায় ওই ঘটনা ঘটে।দেখা যায় একটি টিলার উপরে পড়ে রয়েছে ১৪টি হাতির মৃতদেহ। অন্যদিকে নীচে পড়ে ৪টি দেহ।প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বজ্রপাতেই মৃত্যু হয়েছে ওইসব হাতির। তবে হাতিগুলির দেহ ময়না তদন্তের পরই তা নিশ্চিত করে কিছু বলা যেতে পারে বলে জানান বন দফতরের আধিকারিক অমিত সহায়।