এক গ্রাহককে মারধরের অভিযোগ উঠল রেশন দোকানের মালিকের ছেলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৬ মে, লকডাউনের মধ্যে রেশন দোকানে ফের বিশ্রঙ্খলার সৃষ্টি। গুরুংবস্তি এলাকার ৩ নং ওয়ার্ডের রেশন দোকানে এক গ্রাহককে মেরে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের ছেলের বিরুদ্ধে। রেশনের কার্ডে ৭ কেজি লেখা থাকা সত্ত্বেও ৫ কেজি চাল দেওয়ায় প্রতিবাদ করেন গ্রাহক বাপি দে।

জানা যায়, এ নিয়ে বেশ কিছুক্ষন বচসা হওয়ার পর রেশন দোকানের মালিক মদন প্রসাদ শাহের বড়ো ছেলে অমিত প্রসাদ শাহ এসে তাকে মারে এবং কান ফাটিয়ে দেয়। উভয়েই এই এলাকারই বাসিন্দা। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বাবা মদন প্রসাদ শাহের কাছে জানতে চাইলে পুরো ঘটনাটি নাকচ করেন তিনি। তবে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অমিত প্রসাদ শাহ।