এক নার্সকে চড় মারলেন মহিলা পুলিশকর্মী, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব সংবাদদাতা, হুগলি, ৩০ এপ্রিল, করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন।লকডাউনে যাতে মানুষ বাইরে না বেরোয় তাই প্রতিটি এলাকায় টহল দিচ্ছে পুলিশ।এ পরিস্থিতিতে একজন নার্সকে চড় মারার অভিযোগ উঠল হাওড়া সংলগ্ন হুগলিতে কর্মরত এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে।জানা যায় যে সিঙ্গুরের বাসিন্দা অদিতি সিংহ রায়, পেশায় নার্স এবং বর্তমানে তিনি চন্দননগর মহকুমা হাসপাতালে কর্মরত আছেন। সিঙ্গুর থেকে যথারীতি তিনি স্কুটিতে বসে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ডিউটি ​​করতে যাচ্ছিলেন।সেই সময় পুলিশ অদিতির স্কুটি থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

অদিতি পুলিশকে জানান, যে তিনি একজন নার্স, সেই কাজেই তিনি বেড়িয়েছেন। নাকা চেকিং এর সময় কথায় কথায় পুলিশের সাথে তর্ক বেঁধে যায়। ঠিক তখনই একজন মহিলা কনস্টেবল নার্সের গালে চড় মারেন। স্থানীয় এক ব্যক্তি সেই ভিডিও মোবাইল বন্দী করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বৃহস্পতিবার ভিডিওটি সামনে আসার পরে পুলিশের এই পদক্ষেপ নিয়ে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। এ প্রসঙ্গে অদিতি বলেন, যে তিনি ক্রমাগত হাসপাতালে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনার বিরুদ্ধে লড়ছেন।তাও তাঁর গায়ে হাত তুলে তাঁকে অসম্মান করা হয়। এ বিষয়ে চন্দননগরের পুলিশ কমিশনার ডাঃ হুমায়ুন কবির ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন এবং জানান যত শীঘ্র সম্ভব ঘটনাটির তদন্ত করা হবে। পাশাপাশি দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।