এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা বারুইপুরে

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১২ ই অক্টোবর:একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা করলো দুষ্কৃতিরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত ফুলতলা এলাকায়। শনিবার সকালে স্থানীয় মানুষজন ঐ এটিএমে এসে দেখেন মেশিন ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এটিএম কাউন্টারের সিসিটিভি ক্যামেরা ও ভাঙচুর করা হয়েছে। ক্যামেরার হার্ড ডিস্ক ও দুষ্কৃতিরা খুলে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ব্যাঙ্কের ম্যানেজার ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। বারুইপুর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। ভাঙাচোরা এটিএম মেশিনটির তদন্তের জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে ব্যঙ্কের তরফ থেকে। তবে প্রাথমিক ভাবে ব্যাঙ্ক ম্যানেজার দাবী করেছেন টাকা লুটের চেষ্টা করলেও দুষ্কৃতিরা টাকা নিতে পারেনি এটিএম মেশিন থেকে। তবে বিশেষজ্ঞরা এসে মেশিনটি পরীক্ষার করার পর এ বিষয়ে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে বলে দাবী ব্যাঙ্ক কতৃপক্ষের।