এদিন পুরুলিয়ায় CAA বিরোধী পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৩০ ডিসেম্বর, সোমবার দুপুরে পুরুলিয়া শহরে CAA বিরোধী পদযাত্রা শুরু করার আগে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে শপথবাক্য পাঠ করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই কাঁসরঘণ্টা বাজিয়ে তাঁদের সঙ্গে নিয়ে মানভূম ভিক্টোরিয়া ইনস্টটিউশন থেকে শুরু করলেন মিছিল। সঙ্গী রাজ্যের চার মন্ত্রী – শুভেন্দু অধিকারী, মলয় ঘটক, শান্তিরাম মাহাতো, সন্ধ্যারানি টুডু।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যেদিন কলকাতা থেকে লাগাতার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে পথে নেমেছিলেন মু্খ্যমন্ত্রী, সেদিনও সমবেত জনগণকে শপথ পড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া শহরেও বজায় রাখলেন একই ধারা। সাধারণ নাগরিকের যোগদানে যা কার্যত মহামিছিলে পরিণত হয়। বিটি সরকার রোড, জেলা স্কুল মোড়, জেলখানা মোড়, হাটের মোড়, নীলকুঠি ডাঙা, রাধাকৃষ্ণ মোড়, স্টেশন রোড, মধ্য বাজার হয়ে ট্যাক্সি স্ট্যান্ড – দীর্ঘ চার কিলোমিটার মিছিলে শামিল হয়েছিলেন লোকশিল্পীরাও। CAA-NRC বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউটের পাশাপাশি গোটা যাত্রাপথেই ছিল ধামসা-মাদলের সুর।