এবার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামলো আফগান মহিলারাও

৮ জুলাই ২০২১:এবার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামলো আফগান মহিলারাও। তালিবানি আগ্রাসনের বিরুদ্ধে আফগানিস্তান দীর্ঘ সময় ধরে লড়াই চালাচ্ছে। বিগত কয়েক বছরে ফের একবার তালিবানি জঙ্গিদের দাপট বাড়তেই বাদাখাস্তান সহ একাধিক রাজ্যকে নিজেদের মুঠোয় বন্দি করেছে। মহিলাদের বিরুদ্ধে জারি হয়েছে বিধিনিষেধের ফতেয়া।

নারীদের শিক্ষা, স্বাধীনভাবে চলাফেরা, পোশাকের উপর জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। একটি অঞ্চলে নারীদের সর্বক্ষণ বোরখা পড়ে থাকার ফতেয়াও জারি করা হয়েছে। এরপরেই পথে নামলেন মহিলারা।তালিবানদের এই দৌরাত্ম্যের বিরুদ্ধে আফগানিস্তানের সেন্ট্রাল ঘোর অঞ্চলে শতাধিক মহিলা হাতে অস্ত্র নিয়ে পথে নামেন এবং তালিবানবিরোধী স্লোগান দেন। অধিকাংশ মহিলাই যুদ্ধক্ষেত্রে না হলেও সেনাবাহিনীর মনোবল বাড়াতে হাতে অস্ত্র তুলে নিতে রাজি। গত মাসেই একাধিক আন্দোলনকারী রাজ্যপালের সঙ্গে দেখা করে মহিলাদের প্রশিক্ষণ ও যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়ার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন।