এবার কলকাতাতেই তৃণমূল বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার

কলকাতা,২৪ ফেব্রুয়ারি ২০২১:খোদ কোলকাতার বুকে তৃণমূল বিজেপি সংঘর্ষে রক্ত ঝড়ল । শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিলে তৃণমূল এবং বিজেপির কর্মীদের মধ্যে ধুন্ধমার ।

পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পতাকা ছেড়া- ব়্যাফের লাটিপেটা কিছুই বাকি থাকল না ।

প্রথম থেকেই ঠিক ছিল আজকের সভায় যোগ দেবেন ক্রিকেটার অশোক দিন্দা ও তৃণমূলের ছাত্র নেতা সজল ঘোষ । সজল ঘোষকে দলে টানতেই এবং তাঁকে সামনে রেখে আগামীদিনে উত্তর কলকাতায় বিজেপির ঘাঁটি শক্ত করতে আমহার্ট স্ট্রিটকে বেছে নিয়েছিলেন শুভেন্দু-রাজীবরা । নির্ধারিত ছিল প্রথমে তাঁরা মিছিল করবেন, তারপর সভামঞ্চে বক্তব্য পেশ করবেন । সেখানে সজল ঘোষের পাশাপাশি গেরুয়া পতাকা তুলে নেবেন অশোক দিন্দাও ।সজল ঘোষের বিজেপিতে যোগদান নিসন্দেহে তৃণমূলের কাছে বড় ধাক্কা । কারণ, সজল ঘোষ শুধু মধ্য কলকাতায় তৃণমূলের পরিচিত মুখ, তাই নন, তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের অতি ঘনিষ্ট বলে পরিচিত । স্বাভাবিকভাবেই সজলের গেরুয়া যাত্রা তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে । অন্যদিকে আজ যখন হুগলিতে নেত্রীর জনসভায় একাধিক চিত্র তারকা যোগ দিলেন তৃণমূলে, সেদিনই অশোক দিন্দার বিজেপি যাত্রা যেন খটকা দিয়ে গেল । আজ তৃণমূলের পতাকা নিয়েছেন বাংলার আর এক ক্রিকেটার মনোজ তিওয়ারি । রাজনীতিতে যোগ দেওয়ার পাশাপাশি ক্রিকেট মাঠকে বিদায় জানানোর আভাসও দিয়েছেন । সেদিনই বাংলা ছেড়ে ভিনরাজ্যে খেলতে যাওয়া অশোক দিন্দার বিজেপিতে যোগদান তৃণমূলের সুখের হল না বলেই মত রাজনৈতিক মহলের ।