এবার ‘ঘি’ মুছবে চোখের কোণের কালি

রায়া সাধুঃ রাতে ঘুম কেড়েছে মুঠো ফোনের বাহারি অ্যাপ্সে, নয়তো পার্টনারের ফোনবিলাপে। আর তাতেই চোখের কোণে জমছে কালি, বা ডার্ক সার্কেলে মুখের সৌন্দর্য হাওয়া হয়ে যাচ্ছে দিন দিন। পুজোর আগে এসব থেকে মুক্তি পেতে সকাল থেকে রাত চলছে অবিরাম মাজা ঘষা। সঙ্গে দিনে দুপুরে স্যুইট ন্যাপ। তবু ডার্ক সার্কেল থেকেই যাচ্ছে যে কে সেই;


তাই চোখের তলায় কালি তুলতে যেতে হচ্ছে পার্লার, কিংবা মাখতে হচ্ছে নামী দামি বিদেশী ক্রীম। এবার ক্রীম না মেখে ঘিতেই মিলবে চটজলদি ডার্ক সার্কেললেস ফেয়ারনেস ফেস। ঘুমানোর আগে চোখের পাতা ও চোখের কোণে ঘি এর প্রলেপ দিতে হবে। তারপর সকালে ঘুম থেকে উঠে ঠাণ্ডা জল দিয়ে চোখ মুখ ধুয়ে ফেলতে হবে। এমন রুটিন মেনে চললে গায়েব হয়ে যাবে চোখের কোণের কালি।