ঐতিহ্যে ছেদ, রথের দড়িতে পড়বে না টান।

নিজস্ব সংবাদদাতা,আসানসোল,২৩ জুন:-▪ করোনার সংক্রমণ এড়াতে শিল্পাঞ্চলের ঐতিহ্য, সিয়ারসোল রাজবাড়ির রথের দড়িতে এবছর টান পড়বে না। সিদ্ধান্ত নিলেন সিয়ারসোলের মালিয়া পরিবার। ফলে ছেদ পড়ল ১৮৪ বছরের পুরানো ঐতিহ্যের। রথযাত্রার পাশাপাশি ১৫ দিনের মেলাও বসবে না। সিয়ারসোল রাজ পরিবারের সদস্য অনুরাধা মালিয়া সরাফ বলেন, রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন না। থাকেন পরিবারের কূলদেবতা দামোদর চন্দ্র। এবার কূলদেবতার পুজো করে রথে চাপিয়ে আবার নামিয়ে নেওয়া হবে।প্রতিবছর নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ি , গোলাবাগান -সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় ২৫০টি স্টল বসে।পুলিশ প্রশাসনের বৈঠকে জানিয়ে দেওয়া হয় এবার মেলা বসবে না।
উল্লেখ্য কাশ্মীরী ব্রাহ্মণ গোবিন্দপ্রসাদ পণ্ডিত সিয়ারসোলের রথযাত্রার সূচনা করেছিলেন। তারপর থেকেই বংশপরম্পরায় ১৮৪ বছর ধরে রথযাত্রা হচ্ছে এখানে। করোনা সংক্রমণের জেরে ঐতিহ্যের ছেদ পড়ল এবার। রানিগঞ্জের বার্নপুর উতকল সমাজের রথযাত্রাও এবার হচ্ছে না বলে জানাগেছে। সমাজের সম্পাদক ভরতচন্দ্র রাউত বলেন, ‘এখানে প্রায় ৫০০ ওড়িয়া পরিবার আছে৷ সিদ্ধান্ত হয়েছে জগন্নাথ দেবের পুজো হলেও রথযাত্রা হবে না।