ওড়ার কিছুক্ষনের মধ্যেই বিচ্ছিন্ন যোগাযোগ মাঝ সমুদ্রে ভেঙে পড়ল বিমান 

নিউজ ডেস্ক ৯ জানুয়ারি ২০২১ :একটি বিমান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে পন্টিয়ানাকের এর দিকে রওনা হয়েছিল তবে ওর আর কিছুক্ষণের মধ্যেই বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।অন্তত ১০,০০০ফুট উচ্চতা থেকে সম্ভবত সমুদ্রে পড়েছে বিমানটি।

আবারো বছরের শুরুতেই বড়সড় দুর্ঘটনা ঘটলো ।সূত্রের খবর সমুদ্রের উপর থেকেই উধাও হয়ে যায় এই বিমানটি ।সমুদ্রে বিমানটি ভেঙে পড়েছে বলেই জানা গিয়েছে। ওই বিমানে ছিলেন কেবিন ক্রু সহ মোট ৬২ জন যাত্রী। এটি একটি Boeing B737-500 বিমান। সমুদ্র থেকে মৎস্যজীবীদের হাতে এমন কিছু উঠে এসেছে যা দেখে বিমানের ধ্বংসাবশেষ বলে অনুমান করা হচ্ছে ।এখনো সমুদ্রের গভীরে খোঁজ চলছে তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ২০১৮ তে এরকমই এক ভয়াবহ বিমান দুর্ঘটনা সাক্ষী হতে হয়েছিল ইন্দোনেশিয়া কে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিশন তল্লাশি অভিযান চালাচ্ছে। স্থানীয় সময় অনুযায়ী দুটো চল্লিশ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান। ইতিমধ্যেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিমানে থাকা যাত্রীদের পরিবারের লোকজন।

আরও পড়ুন…করোনার মাঝেই ক্যানডিডা অরিস ছত্রাকে আক্রান্ত একাধিক মানুষ