করনাবিধি মেনে খুলল সাবারিমালা, মন্দিরে ঢুকতে গেলে লাগবে অনলাইন টিকিট

১৭ জুলাই, ২০২১ :করনাবিধি মেনে খুলল সাবারিমালা, মন্দিরে ঢুকতে গেলে লাগবে অনলাইন টিকিট। মন্দিরের তরফে জানান হয়েছে ২১ জুলাই পর্যন্ত খোলা রাখা হবে মন্দির।শবরীমালা মন্দিরের যেতে হলে আটচল্লিশ ঘন্টা আগের করা আরটি পিসিআর পরীক্ষা ও নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হবে। মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে দর্শনার্থীদের কড়া কোভিড বিধি মানতে হবে।

এছাড়াও, মন্দিরে ঢুকতে গেলে এবার অনলাইনে টিকিট বুক করতে হবে। তবে ৫ হাজারের বেশি দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হবে না। মন্দির চত্বরে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি যাতে বজায় থাকে তা পর্যবেক্ষণ করবে মন্দির কর্তৃপক্ষ। গত মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বৃদ্ধির জন্য ভক্তদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মন্দির কর্তৃপক্ষ। তবে এবার মন্দির খুললেও করোনাবিধি কঠোর ভাবে দর্শনার্থীদের মেনে চলতে হবে বলেই জানানো হয়েছে।