করোনাকালে ব্যতিক্রমী ঘটনা পশ্চিম মেদিনীপুরে, মাক্স পিপিই কিট পরে পারোলৌকিক প্রক্রিয়ার কাজ করলেন তিন পুরোহিত

নিজস্ব সংবাদদাতা ১লা মে ২০২১পূর্ব মেদিনীপুর: সারা রাজ্যে ক্রমশ বাড়ছে করোনার প্রকোপ আর এর পাশাপাশি আজ থেকে শুরু হয়েছে সরকারের নির্দেশে আংশিক লকডাউন। সরকারি নির্দেশে সমস্ত রকম অনুষ্ঠান বাতিল করতে বলা হয়েছে।

বিবাহ বা পুজো বিভিন্ন রকম অনুষ্ঠান এই মুহূর্তে লোক জমায়েত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা এই কর্মযজ্ঞে রয়েছে অর্থাৎ ব্রাহ্মণ থেকে যারা পারলৌকিক ক্রিয়া করে তবে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রূপনারায়ন নদীর পাড়ে একটি পারোলৌকিক প্রক্রিয়া চলল তবে তা একেবারে ব্যতিক্রমী ভাবে। যারা এই কর্মযজ্ঞে রয়েছেন অর্থাৎ ব্রাহ্মণ থেকে পারোলৌকিক প্রক্রিয়া যারা করছেন তারা প্রত্যেকেই একেবারে নিয়ম বিধি মেনেই অর্থাৎ স্যানিটাইজার, মাস্ক এবং এর পাশাপাশি পিপি কিট পরেই করছেন এই পারোলৌকিক কাজকর্ম। এখানে ৬ জন পুরোহিত পিপি কিট পরেই, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করেই করছেন যাগযজ্ঞ। করোনা কালে পুরোহিতদের এই উদ্যোগ এবং পাশাপাশি পারোলৌকিক কর্মে যারা করছেন দু’পক্ষকেই সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ জন।

আরও পড়ুন…কালনা সুপারস্পেস্যালিটি হাসপাতালের বেহাল অবস্থা মৃত্যুর পর পড়ে রইল করন আক্রান্তের দেহ