করোনার টীকাকরনের পদ্ধতিকে “যেমন খুশি চলো” কটাক্ষ করে কেন্দ্র-রাজ্য সরকারকে আক্রমন ডিওয়াইএফআই ও এসএফআই

উত্তর দিনাজপুর:- করোনার টীকাকরনের পদ্ধতিকে “যেমন খুশি চলো” কটাক্ষ করে কেন্দ্র-রাজ্য সরকারকে আক্রমন করে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই ও এসএফআই। সোমবার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে করোনার টীকার কালোবাজারী বন্ধ করার দাবীর পাশাপাশি সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে টীকা প্রদানের দাবীতে সরব ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই ও ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই। করোনার টীকাকরনের পদ্ধতিকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই যেমন খুশি চলছে বলে অভিযোগ। কোনও পরিকল্পনা ছাড়াই টীকাকরন চলছে।

সমস্ত বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি ঠিকঠাক না হলে আগামীতে লকডাউনের পরে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে ডিওয়াইএফআই ও এসএফআই। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে ডিওয়াইএফআইয়ের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তথা ইসলামপুর লোকাল সম্পাদক সুজন দাস ও এসএফআইয়ের ইসলামপুর লোকাল সম্পাদক অরুণাভ ভাওয়ালের নেতৃত্বে কর্মীরা উপস্থিত ছিলেন।