করোনার প্রকোপে বন্ধ হয়ে গিয়েছে নবদ্বীপের মন্দির

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৩ এপ্রিল, সারা দেশজুড়ে লকডাউন ঘোষনা হবার পর কলকারখানা, দোকান পাঠ, রেল, সড়ক- সবই প্রায় বন্ধ।করোনা সংক্রমণ রুখতে গৃহবন্দী সাধারন মানুষ।আর এর প্রভাব পড়েছে নদিয়ার তীর্থধাম নবদ্বীপেও।

সুত্রের খবর, নবদ্ধীপের মোট আটটি শিবের প্রধান মন্দিরে বাসন্তী দশমীতে আজকের এই দিনে শিবের বিয়ের উৎসব করেন ওই ৮টি মন্দির কতৃপক্ষ।এবছর করোনা ভাইরাসের মোকাবিলায় চলছে লকডাউন, তাই ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে।রীতি মেনে যে পুজো হত তা এখন পুরোপুরি বন্ধ।মন্দিরের পূজারীরা এখন শুধু লকডাউন তোলার অপেক্ষায়।