করোনা আক্রান্ত নিয়ে নতুন তথ্য দিলো বিজ্ঞানীরা

এ পর্যন্ত সারাবিশ্বে করোনা ভাইরাসে ২ কোটি ২০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত, প্রাণ হারিয়েছেন আনুমানিক ৮ লাখ মানুষ। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘এ’ ব্লাড গ্রুপের মানুষের মধ্যে করোনা সহজে সংক্রমিত হয়। যাঁদের ব্লাড গ্রুপ ‘ও’, তাঁদের মধ্যে এই রোগ সংক্রমণের হার সবচেয়ে কম। জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, যেসব ব্যক্তির ব্লাড গ্রুপ ‘এ’, তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। এই সমীক্ষায় তাঁরা দেখেছেন, যেসব ব্যক্তির ব্লাড গ্রুপ ‘এ’, তাঁরাই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আগামী দিনেও তাঁদের আক্রান্ত হওয়ার আশঙ্কা সর্বাধিক। গবেষণায় বলছে, যেসব ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং যাঁরা মারা গিয়েছেন, তাঁদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘এ’। এর আগে করোনায় আক্রান্ত হওয়ার সঙ্গে ব্লাড গ্রুপের একটি যোগসূত্র রয়েছে বলে দাবি করেছিলেন একদল চীনা বিজ্ঞানীও। একটি জার্মান সংবাদমাধ্যম নিজেদের প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।