করোনা আতঙ্কের পাশাপাশি এবার চিতা বাঘের আতঙ্ক চিন্তায় ফেলেছে গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ৭ মে, করোনা আতঙ্কের মধ্যেই কোচবিহার ২ নং ব্লক চিতা বাঘের আতঙ্ক বেশ উত্তেজনার সৃষ্টি করেছে।প্রত্যেকদিনই কোচবিহার ২ নং ব্লকের বিভিন্ন জায়গাতে চিতা বাঘের পায়ের ছাপ দেখা যায়। এর জেরে বহুদিন ধরেই বেশ আতঙ্কের মধ্যে রয়েছে ওই সব এলাকার মানুষ।

আজ কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ফের চিতা বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। গত কয়েকদিন আগেই কোচবিহার ২ নং ব্লকের পুন্ডিবাড়ি এলাকার দিকে প্রথম বাঘের পায়ের ছাপ পাওয়াতেই সেখানে ফরেস্ট রেঞ্জার অফিসের আধিকারিকরা আসেন।পাশাপাশি পরেরদিন সেখানে একটি বাঘ বন্দি করার খাঁচা বসানো হয় কিন্তু এখনো পর্যন্ত কোনও বাঘ ধরা পড়েনি। কিন্তু বাঘের পায়ের চাপ বিভিন্ন জায়গায় মিলেছে।লকডাউনের মধ্যে এরূপ ঘটনা বেশ চিন্তায় ফেলেছে গ্রামবাসীদের।