করোনা আবহের মাঝেই ২৪ অগাস্ট থেকে খুলছে মা তারার মন্দির।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- স্থানীয় হোটেল ব্যবসায়ী, সেবাইত, তারাপীঠ মন্দির সংলগ্ন বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কথা ভেবে ফের অগাস্ট মাসের ২৪ তারিখ থেকে খুলছে মা তারার মন্দির। মন্দির কমিটি থেকে জানানো হয় সকল দর্শনার্থীরা ২৪ তারিখ থেকে মায়ের দর্শন করতে পারবেন। করোনা ভাইরাস এর কথা মাথায় রেখে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে তবেই প্রবেশ করা যাবে তারাপীঠ মন্দির চত্বরে। মায়ের দর্শন করা গেলেও গর্ভ গৃহে ঢুকতে পারবে না কোন পুণ্যার্থী, দূর থেকেই দর্শন করতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরের প্রবেশ পথে যেতে দেওয়া হবে পুণ্যার্থীদের।