করোনা এবার থাবা বসল আইপিএলেও

১৩ মার্চ, করোনার আতঙ্কে পিছিয়ে গেল আইপিএল। আপাতত স্থগিত করা হল আইপিএল। কথা ছিল আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে কিন্তু করোনার আতঙ্কে সেই তারিখ পিছিয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই করোনাকে ‘বিশ্ব মহামারী’ হিসেবে চিহ্নিত করে।আর এর জেরেই আগামী ১৫ এপ্রিল থেকে লীগ শুরু করা হবে বলে জানা গিয়েছে।

১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করে দিয়েছে ভারত। ফলে বিদেশ থেকে ক্রিকেটারদের আসা এখন অসম্ভব।কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী দেশের বিভিন্ন স্পোর্টস ইভেন্টে দর্শক সমাগমে জারি হয়েছে নিষেধাজ্ঞা।ইতিমধ্যে চিঠি পৌঁছে গিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসসিয়েশন, বিসিসিআই, এআইএফএফ সহ দেশের বিভিন্ন স্পোর্টস গভর্নিং বডির কাছে। আইপিএলের ম্যাচ মানেই মাঠে হাজারো সমর্থকের উপস্থিতি। আর স্টেডিয়ামে এত মানুষ আসা মানে করোনাভাইরাসের শঙ্কা।আর তাই সময় পিছিয়ে গেলেও দর্শকদের ভিড় নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে।দর্শকশূন্য গ্যালারিতে খেলা হলে কি আইপিএলের উন্মাদনা বজায় থাকবে? এছাড়াও টিকিট বিক্রি থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর যা রেভিনিউ হয় বোর্ড কি সেই ক্ষতিপূরণ দেবে? বারেবারে উঠে আসছে এই প্রশ্ন।