করোনা ঠেকাতে আমেরিকাতে আবিষ্কার হল ভ্যাকসিন

১৬ মার্চ, করোনা আটকাতে আমেরিকাতে আবিষ্কার হল ভ্যাকসিন। সেই ভ্যাকসিনের মূল্যায়নকারী একটি ক্লিনিকাল ট্রায়াল শুরু হচ্ছে আজ অর্থাৎ সোমবার থেকে।আমেরিকার এক সরকারি আধিকারিক জানিয়েছেন, করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য তৈরি করা একটি ভ্যাকসিনের মূল্যায়নকারী একটি ক্লিনিকাল ট্রায়াল শুরু হচ্ছে আজ অর্থাৎ সোমবার থেকে। সোমবার এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে একজনের উপর প্রয়োগ করা হবে, তবে তার নাম প্রকাশ করা হয়নি কারণ এখনও জনসমক্ষে এই পরীক্ষার কথা ঘোষণা করেননি।

যদিও যেকোনও সম্ভাব্য ভ্যাকসিনকে পুরোপুরি বৈধ করতে এক বছর থেকে ১৮ মাস অবধি সময় লাগতে পারে। ৪৫ জন তরুণ স্বাস্থ্যকর স্বেচ্ছাসেবকের ওপরে বিভিন্ন ডোজের শট দিয়ে পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মূল লক্ষ্য হল এই ভ্যাকসিনগুলির কোনওরকম সাইড এফেক্ট আছে কি না তা খতিয়ে দেখা।