করোনা পরিস্থিতিতে দুঃস্থদের সাহায্যে এগিয়ে এল ৩৬ জন বৃহন্নলা, মুখ ফিরিয়ে নেওয়া সমাজকে দেখিয়ে দিল মানবিকতার এক নতুন ছবি

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ৮ এপ্রিল, করোনা প্রকোপ থাবা বসিয়েছে মানুষের রুজি-রুটিতে।করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছে।এরফলে কিছু মানুষ তার জমানো টাকায় সংসার অতিবাহিত করলেও গরিব-ভবঘুরে দিন আনে দিন খায় মানুষগুলোর জীবনে নেমে এসেছে কালো মেঘ।যদিও সরকার নানাভাবে তাদের পাশে দাঁড়িয়েছে।প্রতিটি পরিবারে যেন খাবার পৌঁছে যায়, সেক্ষেত্রে নানান ব্যবস্থা নিয়েছে।এগিয়ে এসেছে সাবলম্বী মানুষগুলোও।এবার সামনে এল আরেক ছবি।যে মানুষগুলোকে রাস্তা-ঘাটে টাকা চাইতে হাত পাততে দেখি, সেই মানুষ গুলো হাত বাড়ালেন দুঃস্থদের সাহায্যে।এগিয়ে এল সমাজের তৃতীয় শক্তি।৩৬ জনের জমানো টাকা থেকে করোনার আবহে অসহায় মানুষদের কাছে ত্রান পোঁছে দিচ্ছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে।

এলাকায় পরিচিত বুলটি মাসির দলের সদস্যা বৃহন্নলা, জেলার কোতুলপুর, ময়নাপুর, কুচিয়াকোল, জয়পুরের প্রান্তিক মানুষের হাতে চাল, আলু তুলে দিলেন তারা।বৃহন্নলাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষদের ফের একবার দেখিয়ে দিলেন, সমাজে কোনও অংশে তারা কম নয়।বিশেষ করে মানবিকতার দিকে তারা উর্দ্ধে রয়েছে।নিজেদের খুদ্র সামর্থ্যের মধ্যেও প্রায় দুই থেকে আড়াইশো মানুষের কাছে ত্রাণ পোঁছে দিয়েছেন।এই মনিকাদের কাছে ত্রান পেয়ে আনন্দে চোখের জল চেপে রাখতে পারেননি গ্রামের বৃদ্ধা মহিলারা। তারাও করজোড়ে কুর্নিশ জানাতে ভোলেননি বুলটি মাসীর এই দলটিকে।