করোনা : পিছিয়ে গেল ভারত – শ্রীলংকা সিরিজ

১০ জুলাই ২০২১ : করোনার জেরে পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা সিরিজ।করোনাক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার ও ডেটা অ্যানালিস্ট । এরপরেই ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে সিরিজ চার দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক সিনিয়র আধিকারিক বলেছেন, “১৩ জুলাইয়ের বদলে ১৭ জুলাই থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। শ্রীলঙ্কার ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “আগামী ১৩ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারপর ১৬ জুলাই দ্বিতীয় ওয়ানডে ও ১৮ জুলাই তৃতীয় তথা শেষ ওয়ানডে। এরপর ২১ জুলাই প্রথম টি-২০, ২৩ জুলাই দ্বিতীয় টি-২০ ও ২৫ জুলাই তৃতীয় তথা শেষ টি-২০ হওয়ার কথা। প্রতিটি ম্যাচই হবে একই ভেন্যুতে। ফলে এখন যা পরিস্থিতি তাতে করে সিরিজ পিছিয়ে যাওয়া নতুন সূচি ঘোষিত হতে চলেছে।