‘করোনা ভাইরাস নিয়ে ভারতীয়দের ভয়ের কিছু নেই’, বললেন WHO-এর অধিকর্তা

১৯ মার্চ, দেশবাসী যখন করোনা আতঙ্কে জর্জরিত তখন WHO-এর জরুরি বিভাগের অধিকর্তা ড. রডরিক্রো অফ্রিন বললেন করোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।করোনা ভাইরাস নিয়ে ভারতীয়দের ভয়ের কিছু নেই।প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সদের নিয়োগ করে আক্রান্তদের সুস্থ করে তোলার দিকে নজর রাখার পরামর্শ দিলেন তাঁরা।

করোনা প্রসঙ্গে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এদেশের নাগরিকদের আশ্বস্ত করেন WHO-এর আঞ্চলিক জরুরি বিভাগের অধিকর্তা ড. রডরিক্রো অফ্রিন। তিনি বললেন, “Covid-19 করোনা ভাইরাসের সন্ধান যাদের শরীরে মিলেছে, তাঁরা সকলেই ভারতের বাইরে অন্য দেশে ভ্রমণ করে এসেছেন। সেখান থেকেই তাঁরা আক্রান্ত হয়েছেন। তাই Covid-19 করোনা ভাইরাস নিয়ে ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই”।আতঙ্কিত না হয়ে প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সের ব্যবহার করে আক্রান্তদের সুস্থ করে তোলা উচিত। ওরম কিছু ভয় হলে সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজন বলে জানালেন চিকিৎসকেরা।