করোনা সংকটে এবার প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিল শেষ সম্বলটুকুও

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ৬ মে, করোনা ভাইরাসের দাপটে যখন বিশ্ব কাঁপছে অসহায় মানুষ গুলি এক মুষ্টি পান্তা ভাত খেয়ে ক্ষুধা নিবারণ করে আছে তখন হঠাৎ ভোররাতে কালবৈশাখীর মাত্র ১৫ মিনিটের তাণ্ডবের সর্বস্বান্ত খোলেন। তছনছ গোটা কুলতলী গ্রাম সহ কোথাও বাড়ি ঘর ভাঙ্গচুর হয়েছে তো আবার কোথাও বড় বড় গাছ ভেঙ্গে চুরমার হয়েছে। বিদ্যুৎ এর পোষ্টার উপড়ে পড়েছে ঘরের উপর।৪-৫টি গ্রামে ৪০টি বাড়ি ভেঙে পড়ে যায়।

বুধবার ভোর চারটে কুড়ি নাগাদ ঝোড়ো হাওয়া শুরু হয়। ঝড়ের গতিবেগ বেশি থাকার জন্য কুলতলী জালাবেরিয়া পালেরচক মেটেকোঁড়া বিভিন্ন জায়গায় মানুষের প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে। কুলতলী জনপ্রতিনিধি যুব তৃণমূল কংগ্রেসের নেতা গনেশ চন্দ্র মন্ডল পরিদর্শন করে বলেন প্রায় চল্লিশটা বাড়ি তছনছ করেছে এই কাল বৈশাখী ঝড়ে।