করোনা সংক্রান্ত সঠিক তথ্য সহ নানান দাবিতে প্রতিবাদ কর্মসূচি সিপিএম-এর

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ২০ এপ্রিল, করোনা নিয়ে রাজ‍্যসরকারকে সঠিক তথ‍্য প্রকাশিত করতে হবে, প্রতিটি পরিবারকে বিনামূল্যে রেশন প্রদান করতে হবে এবং ব‍্যাঙ্ক আ্যাকাউণ্টে পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে এই দাবিতে বামফ্রন্টের আন্দোলন কর্মসূচি চলছে এই লকডাউনের মধ‍্যেও। এই দাবিতে এবং বামফ্রন্টের শীর্ষ স্থানীয় নেতৃত্বকে কোলকাতায় গতকাল পুলিশ বাধা দেয় তার প্রতিবাদে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় সিপিএম সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ কর্মসূচি করল।

এদিন হ‍্যামিণ্টণগঞ্জ এর সিপিএম কারয্যালয় থেকে প্রতিবাদ কর্মসূচি শুরু হয় মনসা তলা হয় হ‍্যামিণ্টণগঞ্জ চৌপথি হয়ে মিছিল দলীয় কারয্যালয়ে এসে শেষ হয়। ওপরদিকে মাদারিহাট ব্লকে ও সিপিএম প্রতিবাদ কর্মসূচি সামিল হয় নেতৃত্ব দেন সিটু নেতা রবীন রাই। সিটু আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাশ মাহালি জানান, যে আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে আমাদের কর্মসূচি চলছে সিপিএমের আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে ‘ভাষণ নয় রেশন চাই, বিজ্ঞাপন নয় কাজ চাই’ কর্মসুচি পালন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ওই আন্দোলন কর্মসুচি পালন করেন জেলা সিপিএমের নেতা কর্মীরা।এছাড়াও বামফ্রন্ট নেতৃত্ব বিমান বসু সহ অন্যান্য নেতৃত্বকে গ্রেপ্তারের প্রতিবাদে, উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো ও পর্যাপ্ত করোনা টেস্টের দাবিতে,সকল গরীব মানুষকে মাসে ৩৫ কেজি খাদ্যশস্য সরবরাহের দাবিতে, অসংগঠিত শ্রমিকদের ৭৫০০ টাকা করে মাসে প্রদান করার দাবিতে,পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে ঘরে ফেরানোর ব্যবস্থা- এসকল বিষয়ের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করেন।