স্টিল ও পাওয়ার কারখানার ফার্নেস (ভাটিতে) বিস্ফোরণ

কারখানার

স্টিল ও পাওয়ার কারখানার ফার্নেস (ভাটিতে) বিস্ফোরণ। ঘটনায় জখম ২ শ্রমিক।তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় আগুনে ঝলসে গেছে তাদের শরীর।ঘটনাটি ঘটেছে বর্ধমানের দেওয়ানদিঘীর শ্রীসত্য স্টিল এন্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড কারখানায়। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে কারখানার কাজ চলাকালীন হঠ্যাৎ করেই প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে কারখানার ফার্নেস বা ভাটিতে। মুহূর্তে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে ফার্নেস বা ভাটি সংলগ্ন এলাকায়। সেই আগুনেই জখম হন মোহন তেওয়ারী ও আকাশ গুপ্তা নামে দুই শ্রমিক।দ্রুত তাদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়।

 

আর ও পড়ুন  সুন্দরবনকে রক্ষা করার শপথ নিয়ে পালিত হল সুন্দরবন দিবস

 

আহত শ্রমিক মোহন তেওয়ারী জানিয়েছেন,কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠ্যাৎ করে ফার্নেস বা ভাটিতে বিস্ফোরণ ঘটে যায়। সেই সময় তিনি গুরুতরভাবে জখম হন। অন্য আর এক শ্রমিক রাজেশ যাদব জানিয়েছেন, তিনি তখন কারখানার শ্রমিক আবাসনে ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে এসে দেখেন ফার্নেস( ভাটি) এ বিস্ফোরণ ঘটেছে এবং দুজন শ্রমিক জখম হয়েছেন।তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং অনান্য শ্রমিকদের নিরাপদ দুরত্বে সরিয়ে দেওয়া হয়।

 

কারখানার পক্ষে কারখানার মেনটেনেন্স এইচওডি নির্মল পোদ্দার জানিয়েছেন,ফার্নেসের (ভাটি) লিক্যুইড কোনো কারণে জলের সংস্পর্শে আসতেই বিস্ফোরণ ঘটে। ফার্নেসের (ভাটি) প্রায় ৪০% থেকে ৪২ % ক্ষতিগ্রস্ত। আপাতত ওই ইউনিটটি বন্ধ রাখা হয়েছে।

 

উল্লখ্য, স্টিল ও পাওয়ার কারখানার ফার্নেস (ভাটিতে) বিস্ফোরণ। ঘটনায় জখম ২ শ্রমিক।তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় আগুনে ঝলসে গেছে তাদের শরীর।ঘটনাটি ঘটেছে বর্ধমানের দেওয়ানদিঘীর শ্রীসত্য স্টিল এন্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড কারখানায়। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে কারখানার কাজ চলাকালীন হঠ্যাৎ করেই প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে কারখানার ফার্নেস বা ভাটিতে। মুহূর্তে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে ফার্নেস বা ভাটি সংলগ্ন এলাকায়।

 

সেই আগুনেই জখম হন মোহন তেওয়ারী ও আকাশ গুপ্তা নামে দুই শ্রমিক।দ্রুত তাদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্রমিক মোহন তেওয়ারী জানিয়েছেন,কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠ্যাৎ করে ফার্নেস বা ভাটিতে বিস্ফোরণ ঘটে যায়। সেই সময় তিনি গুরুতরভাবে জখম হন। অন্য আর এক শ্রমিক রাজেশ যাদব জানিয়েছেন, তিনি তখন কারখানার শ্রমিক আবাসনে ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে এসে দেখেন ফার্নেস( ভাটি) এ বিস্ফোরণ ঘটেছে এবং দুজন শ্রমিক জখম হয়েছেন।তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং অনান্য শ্রমিকদের নিরাপদ দুরত্বে সরিয়ে দেওয়া হয়।