কারেন্ট অ্যাফেয়ার্স, ১০/০২/২০২০

১। গতকাল ই-গভর্নেন্স সম্পর্কিত জাতীয় সম্মেলন মুম্বাইয়ে শেষ হল।
সম্মেলনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রশাসনের রূপান্তরকরণের বিষয়, সুযোগ এবং চ্যালেঞ্জগুলির বিষয়ে আলোচনা করা হয়।

২। বিশ্ব অ্যাথলেটিক্স ইনডোর ট্যুর সভায় বিশ্ব রেকর্ড গড়লেন মন্ডো ডুপ্লান্টিস।
৮ ফেব্রুয়ারি পোল্যান্ডের টরুনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর ট্যুরে টো বছর বয়সি মন্ডো ডুপ্লান্টিস ৬,১৭ মিটার উঁচু লাফিয়ে বিশ্ব রেকর্ড গড়েন।

৩। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় (এমওসিএ) দেরাদুনের সহস্রধারা হেলিপ্যাড থেকে গওচর এবং চিনিয়ালিসৌর পর্যন্ত প্রথমবারের মতো হেলিকপ্টার পরিষেবা পরিচালনা হল।

৪। ১০ ফেব্রুয়ারি বিশ্ব ডাল দিবস (World Pulses Day)। এই দিনটির লক্ষ্য টেকসই খাদ্য উৎপাদনের অংশ হিসাবে ডালের পুষ্টি ও পরিবেশগত সুবিধার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।