কারেন্ট অ্যাফেয়ার্স, ১৫/০১/২০২০

১।১৫ ই জানুয়ারী সেনা দিবস হিসেবে পালন করা হয়।আজকের এই শুভদিনে ভারতীয় সেনাবাহিনীর কমান্ড জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের কাছ থেকে লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পার হাতে হস্তান্তরিত করা হল।

২।স্টিচু অফ ইউনিটির এসসিও তালিকার ৮ টি আশ্চর্যের তালিকার মধ্যে প্রবেশ করেছে।
গুজরাতে ১৮২ মিটার লম্বা স্ট্যাচু অফ ইউনিটি, সাংহাই কোপারেশন অর্গানাইজেশন ‘এসসিওর ৮ টি আশ্চর্য’ তালিকায় প্রবেশ করল।

৩।ইসরো ১৭ ফেব্রুয়ারি ফরাসী গায়ানা থেকে জিএসএটি -৩০ চালু করবে।
ইসরো জানায়, যে মহাকাশযান বাসে ট্রান্সপন্ডারের সংখ্যা সর্বাধিক করতে জিএসএটি -৩০ এর যোগাযোগ পেলোডটিকে বিশেষভাবে নকশা করা হয়েছে এবং অনুকূলিত করা হয়েছে।

৪।মুম্বই ট্রান্স-হারবার লিঙ্কের জন্য প্রথম গার্ডার চালু করবেন সিএম ঠাকরে।
২২ কিলোমিটার ব্রিজটি এলিফ্যান্টা দ্বীপের উত্তরে থান ক্রিক পেরিয়ে শেভরিতে শুরু হবে এবং নাভা শেবার কাছে চিরলে গ্রামে শেষ হবে বলে জানা গিয়েছে।