কার্তিক পূর্ণিমা উপলক্ষে স্নান করতে গিয়ে বরাকর নদীতে তলিয়ে গেল মামা ভাগ্নে

নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১২ নভেম্বর, আসানসোলের বরাকর নদীতে কার্তিক পূর্ণিমা উপলক্ষে স্নান করতে এসে জলে ডুবে মারা গেলন মামা রাজু কুমার দাস (বয়স 34) ও ভাগ্নে রাজু কুমার। এনারা দুজনেই ঝাড়খন্ড ধানবাদের হিরাপুরের বাসিন্দা। তবে এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা গিয়েছে, এনারা দুজন পরিবারের সঙ্গে সকাল বেলায় কার্তিক পূর্ণিমা উপলক্ষে স্নান করতে বরাকর নদীতে এসেছিল। নদীতে স্নান করার সময় ভাগ্নে রাজু কুমার জলের মধ্যে ডুবতে শুরু করে। নিজের ভাগ্নকে জলে ডুবতে দেখে, তাকে বাঁচা্নোর চেষ্টা করেন তার মামা রাজু কুমার দাস । কিন্ত ভাগ্নেকে বাঁচাতে গিয়ে মামা জলের মধ্যে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় মানুষ ও কুলটি থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগায়। তবে এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁরা হয়তো আর বেঁচে নেই। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজু কুমারের পরিবারে।