কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবস্থান ও বিক্ষোভ

বিক্ষোভ
বিক্ষোভ

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবস্থান ও বিক্ষোভ।  দেশের লাভজনক সংস্থাগুলি বিক্রি করে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থানও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ।

 

ওই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায়, গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, তৃণমূল কংগ্রেসের গড়বেতা এক ব্লকের সভাপতি সেবাব্রত ঘোষ সহ আরো অনেকে ।

 

অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন দেশের লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। যার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে।

 

আর ও পড়ুন    নিজের বোন সম্পর্কে কী বললেন বুদ্ধদেব পত্নী মীরা ভট্টাচার্য

 

তিনি বলেন কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে ।কেন্দ্র সরকার দেশের মানুষের কোন উন্নয়ন করতে পারেনি। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। অথচ রেল ,বীমা, ব্যাংক সহ লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি পরিচালিত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

 

তারই বিরুদ্ধে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি বলে তিনি জানান। আগামী দিনে জেলাজুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন পেট্রোল,ডিজেল এর মূল্যবৃদ্ধি হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে।

 

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি রান্নার গ্যাসের দাম হু হূ করে বাড়ছে । যার ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সেদিকে নজর দেওয়ার সময় হয়নি কেন্দ্রীয় সরকারের অথচ ক্ষমতায় আসার আগে তারা মানুষকে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল।

 

সেই স্বপ্ন মানুষ ভুলে যেতে বসেছে। এখন কিভাবে দিনযাপন করবেন সেই চিন্তায় রয়েছেন সারাদেশের মানুষ। তাই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে আন্দোলনে শামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানান ।

 

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন দেশের লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। যার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে। তিনি বলেন কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে ।কেন্দ্র সরকার দেশের মানুষের কোন উন্নয়ন করতে পারেনি। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। অথচ রেল ,বীমা, ব্যাংক সহ লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি পরিচালিত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

কেন্দ্রীয়