কেবেল লাইনের কাজ করতে গিয়ে জলের পাইপ ফেটে বিপত্তি

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৪ মে, বেসরকারী মোবাইল কোম্পানির কেবেল লাইন বসানোর কাজ করতে গিয়ে জলের পাইপ ফেটে বিপত্তি শিলিগুড়ি পুরনিগমের ৪০ নং ওয়ার্ডে। গতকাল ওয়ার্ডের আনন্দময়ী কালীবাড়ি রোডে কেবেল লাইন পাতার কাজ করছিল ওই বেসরকারি মোবাইল কোম্পানির লোকেরা। সেই কাজ করার সময় অসাবধানতা বসতো জলের পাইপ ফেটে যায়, এর ফলে ওই এলাকার জলমগ্ন হতে থাকে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সত্যজিৎ অধিকারী ঘটনাস্থলে পৌঁছান এবং তিনি বিষয়টি শিলিগুড়ি কর্পোরেশনের কমিশনার ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের তৎক্ষণাৎ জানান।

এরপর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা এসে জলের মেন পয়েন্ট থেকে বন্ধ করে দেন। এরপরই ওই এলাকাতে জনশূন্য হয়ে পড়ে। পরে জলের পাইপের মেরামতির কাজ শুরু করে PHE কর্মীরা। তবে গতকাল রাত থেকে ৪০ নং ওয়ার্ডবাসীরা জল শূন্য অবস্থায় রয়েছেন। স্থানীয় কাউন্সিলর সত্যজিৎ অধিকারী অভিযোগ করেন স্থানীয় কাউন্সিলর কে না জানিয়ে কর্পোরেশন একটি বেসরকারি মোবাইল সংস্থাকে তার ওয়ার্ডে কাজ করাতে দিলেন কিভাবে, শুধু তাই নয় তিনি আরো জানান ওই বেসরকারি মোবাইল কোম্পানির হয়ে যে শ্রমিকরা কাজ করছেন তাদের কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা না করিয়ে কিভাবে তারা ওই এলাকায় কাজ করছেন বলে তিনি প্রশ্ন তোলেন।