কোজাগরী লক্ষ্মী পুজোয় কোন কাজ গুলো ভুলেও করবেন না দেখুন

নিউজ ডেস্ক ৩০ অক্টোবর ২০২০: ধন সম্পদের দেবী মানেই লক্ষ্মী। যে বাড়িতে লক্ষ্মী দেবী পুজিত হন সেই বাড়িতে সব সময় সুখ শান্তি বজায় থাকে।

সেই লক্ষ্মী দেবী আপনার করা ভুল কাজের দরুন রুষ্ট হতে পারেন। তাই আগেই সাবধান হয়ে লক্ষ্মী দেবীর আশীর্বাদে যাতে আপনার সারা জীবন শান্তিতে কাটে সেটাই করুন। মা লক্ষ্মীর পুজোর জায়গায় কোন ভাবেই লোহার বাসন ব্যবহার করা যাবেনা। তাছাড়া লক্ষ্মী দেবী তুলসী পাতা পছন্দ করেনা। তাই লক্ষ্মী দেবীর পুজো স্থানে তুলসী পাতা ব্যবহার করা যাবেনা। লক্ষ্মী পুজোর দিনে নিজের বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই । লক্ষ্মী অত্যন্ত শান্ত দেবী তাই তার পুজো স্থানে ঝাঁজ কাঁসর ঘণ্টা বাজানো যাবেনা। লক্ষ্মী দেবীকে তুষ্ট রাখতে লাল হলুদ গোলাপি ফুল দিয়ে সাজাতে হবে।লক্ষ্মী পুজোর দিন নিজেকে লাল গোলাপি হলুদ কমলা এই সব রঙের জামা কাপড় শাড়ি পরতে হবে। সাদা বা কালো বস্ত্র একদমই পরা যাবেনা। এই কাজ গুলো করলেই লক্ষ্মী দেবীর হাত সারা জীবন আপনার মাথার উপরেই বিরাজ করবে।